কেএসআরএম’র সহায়তায় ডবলমুরিং থানায় সিসি ক্যামেরা স্থাপন

0

নগরের ডবলমুরিং থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কবির রি-রোলিং স্টিল মিলস’র (কেএসআরএম) আর্থিক সহায়তায় ওই এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার অংশ হিসেবে এ কাজে সহায়তা করেছে কেএসআরএম।

সোমবার (৮ জুলাই) কেএসআরএমের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। ডবলমুরিং থানার পক্ষে চেক গ্রহণ করেন ইন্সপেক্টর (তদন্ত) মো. জহির হোসেইন পিপিএম।

তিনি বলেন, অনেক সময় সুনির্দিষ্ট চিহ্নিতকরণের অভাবে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনে অপরাধীকে যেমন চিহ্নিত করা যাবে তেমনি এলাকায় অপরাধ প্রবণতা রোধ হবে।

তিনি ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দেওয়ায় জন্য কেএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কেএসআরএম মানবসম্পদ বিভাগের জিএম সৈয়দ নজরুল আলম, মার্কেটিং জিএম জসিম উদ্দিন, লিগ্যাল অ্যাডভাইজার লে. কর্নেল (অব.) জাহিদুল আহসান, ব্রান্ড কো-অর্ডিনেটর মুনিরুজ্জামান রিয়াদ ও সিনিয়র অফিসার মিজান-উল-হক।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM