সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৮ ঘর

0

সীতাকুণ্ডের ভাটিয়ারি স্টেশনের পশ্চিমে হযরত কামাল উদ্দিন শাহ’র (রা.) মাজার সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৮টি ভাড়াঘর।

সোমবার (৮ জুলাই) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ভাড়াঘরের মালিক মিজানুর রহমান, আলিসুর, আসলাম, মাসুম ও মুছা জয়নিউজকে জানান, আটটি ভাড়াঘরে বসবাস করতেন স্থানীয় শিপব্রেকিং ইয়ার্ডের শ্রমিকরা। সকালে ভাত রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে তা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে আটটি ঘরসহ আসবাবপত্র ও মূল্যবান জিনিস পুড়ে যায়।

জয়নিউজ/সেকান্দর/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM