খালেদার দুই মামলার শুনানি ৫ আগস্ট

0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুই মামলার চার্জ গঠনের শুনানির দিন ৫ আগস্ট ধার্য করেছেন আদালত।

ভুয়া জন্মদিন উদ্যাপন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে এ দুই মামলা দায়ের করা হয়।

সোমবার (৮ জুলাই) এ নতুন এ তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদার দুই মামলার শুনানি হয়।

মামলায় খালেদার আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন জানান। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
ওই দুই মামলায় ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান খালেদা জিয়া।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM