আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি

সকাল থেকে টানা বৃষ্টির কারণে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় পানি উঠে গেছে। এ কারণে হাসপাতালের বিভিন্ন কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি
সোমবার (৮ জুলাই) সকাল থেকে বৃষ্টির কারণে পানি বাড়তে শুরু করে।

- Advertisement -

আগ্রাবাদ এলাকার বাসিন্দা হুমায়েন আজাদ জয়নিউজকে বলেন, আমার স্ত্রীকে চিকিৎসা জন্য এই হাসপাতালে নিয়ে এসেছি। নিচতলায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে জরুরি বিভাগে সেবা দিতে পারছেন না চিকিৎসকরা।

- Advertisement -google news follower

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানিডা. আবু সায়েদ জয়নিউজকে বলেন, রোগীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু নিয়মিত এ এলাকায় পানি উঠে, তাই বর্ষা আসলে আমরা বিকল্প ব্যবস্থা করি। পানি উঠার কারণে চলাফেরায় কিছুটা সমস্যা হলেও হাসপাতালের সেবা চালু রয়েছে।

এ ছাড়া আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, ছোটপুল, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, খাতুনগঞ্জ, চাক্তাইসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM