চবির এসিসি কমিটি গঠন

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি ) একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) নগরের হোটেল জিইসি প্যালেসে সংগঠনটির ৪র্থ বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি এম ইউ এম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদকে মনোনীত করা হয়।।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মাহিম, অর্থ সম্পাদক মাহমুদা ইয়াসমিন মুক্তা, জনসংযোগ বিষয়ক সম্পাদক -মর্জা নুসায়ের মোরসালিন ও অফিস বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম নয়ন।

বিদায়ী সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর এবং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আইয়ুব ইসলাম।

তিনি বলেন, ‘তথ্য, জ্ঞান এবং দক্ষতা ’ এই তিনটি জিনিস ই পারে একটা মানবকে মানব সম্পদে পরিণত করতে। এসকল গুণাবলি অর্জনের জন্য সহশিক্ষা কার্যক্রম আবশ্যক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিধান চন্দ্র মজুমদার, ড. মো. ইকবাল হোছাইনসহ প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM