বান্দরবানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

বান্দরবানে তিনদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছ। বৃষ্টিতে জেলার নিম্নাচল প্লাবিত হয়েছে । সেইসঙ্গে রয়েছে পাহাড়ধসের আশঙ্কা।

- Advertisement -

ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে জেলা শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই প্লাবিত হয়েছে।

- Advertisement -google news follower

এদিকে টানা বৃষ্টির কারণে বান্দরবানে লামা উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে ও সচেতনতা বৃদ্ধিতে রোববার (০৭ জুলাই) অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা।

এছাড়া টানা বৃষ্টির কারণে বান্দরবানে সব উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুকিঁপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে প্রশাসন।

- Advertisement -islamibank

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, গত তিনদিনের অব্যাহত বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের থানচি ভ্রমণ বন্ধ করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM