নওয়াজ শরীফকে সাজা দিতে বাধ্য হয়েছিলেন বিচারক

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সাজা দিতে বিচারককে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ (পিএমএল-এন) নেত্রী ও তার মেয়ে মরিয়ম নওয়াজ এ অভিযোগ করেছেন।

দুর্নীতির মামলায় নওয়াজ শরীফকে সাজা দিতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) একজন বিচারকের দেয়া স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ।
এতে ওই বিচারক স্বীকার করেছেন যে, দুর্নীতির মামলায় সাজা দিতে তাকে (বিচারককে) ব্লাকমেইল এবং বাধ্য করা হয়েছে।

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী একটি দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করেছেন। গত বছরের ২৪ ডিসেম্বর থেকে তিনি লাহোরের কোট লাখপাত কারাগারে বন্দি রয়েছেন। পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা সাবেক এই পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরো দুটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM