ভিন্ন লুকে কঙ্গনা

0

বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘ধাকাড়’ এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ফার্স্ট লুকে তাঁকে দেখেই চমকে গেছেন অনেকেই। কারণ এর আগে এমন লুকে দেখা যায়নি কঙ্গনাকে। এখানে দেখা যাচ্ছে, দুই হাতে অস্ত্র তুলে নিয়েছেন কঙ্গনা। সামনে ধ্বংসস্তূপের মধ্যে আগুন আর আগুন।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে অনেক রকম চরিত্রেই দেখা মিলেছে কঙ্গনার। এবার নারীকেন্দ্রিক গল্পের ছবি ‘ধাকাড়’ নিয়ে চমক দেখাতে আসছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রজনিশ ঘাই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘মণিকর্নিকা’র অভাবনীয় সাফল্যের পর এটা স্পষ্ট যে দর্শক নারীকেন্দ্রিক গল্পের ছবি দেখতে পছন্দ করেন। ‘ধাকাড়’ শুধু আমার ক্যারিয়ারে নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যও টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই ছবি যদি হিট হয়, তাহলে ভারতীয় চলচ্চিত্রে মেয়েদের আর পিছনে ফিরে তাকাতে হবে না।

ছবিটির বেশিরভাগ শুটিং হবে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২০ সালের দিওয়ালিতে।

এদিকে কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ জুলাই।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM