এবার আষাঢ়ের শেষভাগে এসে মিলেছে ঝুম বৃষ্টির দেখা। সারা দিন থেমে থেমে পড়েছে বৃষ্টি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) হাজার কোটি টাকার মহাপরিকল্পনার কাজ শুরুর পর আশা ছিল অনেক। কিন্তু মৌসুমের প্রথম মুষল বৃষ্টিতেই প্রতি বছরের মতো এবারও নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া গিয়েছিলেন আগ্রাবাদ সিডিএ এলাকায়। সেখানে গিয়ে তিনি দেখেন রীতিমতো কোমরসমান পানি!