প্রধানমন্ত্রীকে কটূক্তি’র প্রতিবাদে চবি ছাত্রলীগের মানববন্ধন

0

চবি করেসপন্ডেন্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামের শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (২৫ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যহত করতেই শিক্ষক নামের অমানুষগুলো অপ-প্রচার চালাচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তা কখনো হতে দিব না। মানববন্ধনে নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তারা সাত দিন সময় নিয়েছে। এই সাত দিনের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশের সঞ্চালনায় সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর টিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মনসুর আলম, সহ সভাপতি রাকিব হোসাইন, আব্দুল মালেক, সাখাওয়াত হোসাইন রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আরমান, উপ প্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপু,উপ সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ,  উপ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার,  সহ- সম্পাদক সাবরিনা চৌধুরী, সদস্য সাঈদুর রহমান সাঈদ, পারবেজ, প্রদীপ চক্রবর্তী দূর্জয় প্রমুখ।

এ দিকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গতকাল মঙ্গলবার চবি ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন আয়াজ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের হাটহাজারী থানায়।

এনএআর/বিপি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM