ডিম ভাজি

0

যে কোনো বিষয় কিংবা বস্তুর সঙ্গে তুলনা করে মনের কথা জানান দেওয়া হয়। বস্তু হিসেবে ডিম মন্দ নয়। ডিম ভাজতে গিয়ে পুড়ে যাওয়ার দৃশ্যকে অনেক সময় মনের সঙ্গে তুলনা করা যায়। ডিম পুড়ে, নাকি মন? এমনই প্রশ্ন আর উত্তর নিয়ে নির্মিত হয়েছে খণ্ডনাটক ‘ডিম ভাজি’।

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও ইরফান সাজ্জাদ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ভালোলাগার একটি গল্প। এতে আমার চরিত্রেরও ভিন্নতা রয়েছে।

ইরফান সাজ্জাদ বলেন, ‘ডিম ভাজি’ এ নামের অন্তরালে মনের কথা জানান দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো একটা বার্তা রয়েছে নাটকটিতে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

শনিবার (৬ জুলাই) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM