ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে লঙ্কানরা

ভারত-শ্রীলঙ্কার আজকের ম্যাচটি একপ্রকার নিময়রক্ষার ম্যাচই বলা চলে। এ ম্যাচের টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলপতি।

আগেই সেমি ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকটা নির্ভার ভারত। তবে জয় দিয়েই তারা চাইবে গ্রুপ পর্ব শেষ করতে। অন্যদিকে শ্রীলঙ্কাও চাইবে আরেকটি ম্যাচ জিতে টেবিলে উপরের দিকে থাকতে।

এমন সমীকরণে শনিবার (৬ জুলাই) লর্ডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা চাইবেন লঙ্কানদের বিরুদ্ধে এবারের বিশ্বকাপ আসরের ৫ম সেঞ্চুরিটি তুলে নিতে। তা করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলতে পারবেন তিনি।

ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটিমাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ৭ উইকেটে শ্রীলঙ্কা হারায় ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত লঙ্কানদের।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM