বায়েজিদে অস্ত্রসহ আটক এক

0

নগরের  বায়েজিদ থানার ছিন্নমূল গেইট এলাকা থেকে ২টি দেশীয় তৈরি অস্ত্রসহ আল আমিন সাগর (৩৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার এসআই গোলাম মো. নাসিম হোসেন ও এসআই সুমন বড়ুয়া শাপলা এ অভিযানে নেতৃত্ব দেন।

বায়েজিদ থানা সূত্রে জানা যায়, আল আমিন সাগর সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে ছিন্নমূল বস্তির খলিলুর রহমানের পুত্র। বায়েজিদ থানার ছিন্নমূল গেইটের শাহ নবী মাজার গেইট প্রবেশের মুখ থেকে তাকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি লোহার পাইপ গান, পাঁচটি শর্টগানের কার্তুজ পাওয়া যায়।

আটক আল আমিন সাগরের বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি অস্ত্র মামলা ছিল বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

জয়নিউজ/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM