বাম জোটের হরতালে বিএনপির ‘নৈতিক সমর্থন’

0

সারাদেশে ৭ জুলাই বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালে ‘নৈতিক সমর্থন’ জানিয়েছে বিএনপি। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম জোট।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, বামদের এই হরতাল জনগণের জন্য।

তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি অনৈতিক। এই হরতাল কর্মসূচিতে বিএনপির নৈতিক সমর্থন রয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির পক্ষ থেকে আর কোনো কর্মসূচি দেওয়া হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM