শখের বশে ছাদবাগান করছেন অনেকেই। টবে নানা রঙের ফুল থেকে শুরু করে শাক-সবজি কিংবা মৌসুমি ফল, কম-বেশি সবকিছুর চাষই হচ্ছে ছাদবাগানে। রাউজানের হলুদিয়া গ্রামের একটি বাড়ির ছাদে দেখা মিলেছে আম্রপালি আমের। শুক্রবার (৫ জুলাই) ছবিটি তুলেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া