উচ্ছেদ অভিযানে হামলায় বনকর্মী নিহত

ফটিকছড়ি উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদের সময় দখলদারদের হামলায় এক বনকর্মী মারা গেছেন।

- Advertisement -

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হাতিমারা বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত বন বিভাগের কর্মীর নাম সাদেক মিয়া। তিনি হাসনাবাদ ফরেস্ট রেঞ্জে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা জানান, ফটিকছড়ির সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে চায় বনবিভাগের কর্মীরা।

- Advertisement -islamibank

এ সময় দখলদাররা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বনকর্মী সাদেক মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিন্ত তার আগেই পালিয়ে যায় দখলদাররা।

পুলিশ ঘটনাস্থল থেকে সাদেক মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে দখলদারদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, নিহত বনকর্মী সাদেক মিয়ার মাথা ও পিঠে লাঠির আঘাত রয়েছে।

 

জয়নিউজ/এফও/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM