লন্ডনে মেয়র নাছির সংবর্ধিত

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সংবর্ধিত করেছে চট্টগ্রাম সমিতি লন্ডন।

এতে সংবর্ধিত অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

সমিতির সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণির পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন রাশেদ আহমেদ, ডা. সেতু, রাজ্জাকুল হায়দার খান, মো. কায়সার, মুনির মাহামুদ, নুরুন্নবী মো. ইসহাক, ইঞ্জিনিয়ার মিল্লাত, ড. আজিজ, আবু সাজ্জাদ, ফারজানা সোমা, রুনা তানজিনা, সেলিনা আকতার জোৎস্না, আসমা আলম, মো. মিজান ও মনসুর আলম।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ৯ জুলাই দেশে ফিরবেন তিনি।

জয়নিউজ/হিমেল/পিডি/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM