শ্রাবন্তীর প্রত্যাবর্তন…

0

জ্যোতিষে বিশ্বাস করেন শ্রাবন্তী। জন্মস্থানে বিয়ে করতে বলেছিলেন জ্যোতিষী। শ্রাবন্তীর জন্ম অমৃতসরে। সে কারণেই ওখানে বিয়ে করেছিলেন।

বিয়ের পর থেকে কখনও হনিমুন, কখনও পার্টি, কখনও বা বাড়ির পুজোয় দম্পতি সময় কাটিয়েছেন। বিয়ের পর এবার সুখবর দিতে চলেছেন শ্রাবন্তী।

৫ জুলাই মুক্তি পেতে চলেছে বিয়ের পর শ্রাবন্তীর প্রথম ছবি ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’। এ ছবিতে নায়িকার চরিত্রের নাম রঞ্জা।

ছবিতে দেখা যাবে, রঞ্জার পুরনো বাড়িতে একটি যন্ত্রের সাহায্যে ভূতেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মধ্যে ভালো ভূত যেমন রয়েছে, তালিকায় রয়েছে খারাপ ভূতও।

হরনাথ চক্রবর্তী পরিচালিত এ ছবিটি হরর কমেডি ঘরানার। শ্রাবন্তীর সঙ্গে এ ছবিতে সোহম, বনি, গৌরব চক্রবর্তী, ঋত্বিকার মতো শিল্পীরা অভিনয় করেছেন।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM