গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমানোর নির্দেশ

0

দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এই নির্দেশনার ফলে গ্রামীণফোনের জন্য বরাদ্দ ব্যান্ডইউথ ক্যাপাসিটি ৩০ শতাংশ এবং রবির ক্ষেত্রে ১৫ শতাংশ সীমিত হবে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।

জানা যায়, নিরীক্ষা আপত্তির ‘পাওনা’ টাকা পরিশোধ না করায় গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমানোর নির্দেশ দিযেছে বিটিআরসি।

এদিকে এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকরাই সমস্যায় পড়বেন বলে জানানো হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি ও গ্রামীণফোনের পক্ষ থেকে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ব্যান্ডউইথ কমানোর ফলে এই দুই মোবাইল অপারেটরের গ্রাহকরা কলড্রপ সমস্যার পাশাপাশি ইন্টারনেটের গতি নিয়ে সমস্যায় পড়তে পারেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM