বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের পরিধি, গ্রাহক এখন ৭ কোটি

দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের পাশাপাশি যোগ হচ্ছে নতুন নতুন সেবা।

- Advertisement -

এখন বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান থেকে শুরু করে বিদেশ থেকে টাকা পাঠানো পর্যন্ত, অনেক কিছুই হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে।

- Advertisement -google news follower

বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লাখ।

চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হয়েছে ৪২ হাজার ২৩৬ কোটি টাকারও বেশি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

- Advertisement -islamibank

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত আছে। যাদের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার।

তবে বেশকিছু গ্রাহকের হিসাবে লেনদেন বন্ধ থাকায় মে শেষে সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ২৯ হাজার।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM