মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তরের আদেশ

নুসরাত হত্যা

0

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তরের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ফেনীর বিচারিক হাকিম জাকির হোসেন এ আদেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, মামলাটি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। নিয়ম অনুযায়ী মামলাটি বিচারের জন্য বিচারিক হাকিম আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুলাই) এ মামলায় ফেনীর পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম অভিযোগপত্র জমা দেন ফেনীর বিচারিক হাকিমের আদালতে। অভিযোগপত্র দেওয়া হয় অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM