সোনার দাম আবার বাড়ল

দাম কমার এক মাস পার হওয়ার আগেই দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার সোনার দাম ভরিতে এক লাফে ২ হাজার ৪১ টাকা বেড়েছে।

- Advertisement -

নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি দাম বেড়ে ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াবে। বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

- Advertisement -google news follower

বুধবার (৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত জানায়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়।

- Advertisement -islamibank

তবে সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকবে, অর্থাৎ ২৬ হাজার ৮২৭ টাকা। একইভাবে রুপার দামেও হেরফের হবে না। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে সর্বশেষ গত ১৮ জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM