এবার সবুজ রঙের ইয়াবা!

0

নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে সবুজ রঙের ইয়াবাসহ মো. জুনায়েদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকেলে সবুজ রঙের ৫০ পিস ও লাল রঙের ৫০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবাসহ জুনায়েদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জুনায়েদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা বিল্লাপাড়া এলাকার নুর ছাফার ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান জয়নিউজকে বলেন, লাল, সাদা ও হলুদ রঙের ইয়াবার পর এবার পাওয়া গেছে সবুজ রঙের ইয়াবা। মূলত পুলিশের চোখ ফাঁকি দিতেই ইয়াবার রঙ পাল্টেছে মাদক ব্যবসায়ীরা।

জুনায়েদ নামের ওই মাদক ব্যবসায়ী শিকলবাহা এলাকার আইয়ুব খান নামের একজনের কাছ থেকে এ ইয়াবাগুলো সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছে।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM