শিক্ষকের গায়ে কেরোসিন: ইউএসটিসি শিক্ষার্থী কারাগারে

0

শিক্ষকের গায়ে কেরোসিন দেওয়ার ঘটনায় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জয়নিউজকে বলেন, ইউএসটিসির ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে মঙ্গলবার কেরোসিন ঢেলে দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদী হয়ে খুলশী থানায় মাহমুদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হলে আদালত বুধবার মাহমুদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM