ভারী বর্ষণে বন্যার ঝুঁকিতে মুম্বাই

ভারী বর্ষণের কারণে বন্যার ঝুঁকিতে রয়েছে মুম্বাই।

- Advertisement -

ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায় মঙ্গলবার (২ জুলাই) মুম্বাইয়ে জুলাই মাসের সর্বোচ্চ ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে গড়ে প্রতিদিন ২শ’ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে।

- Advertisement -google news follower

এদিকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে।

বুধবার (৩ জুলাই) আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের অন্তত দুইশ ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে নিকটবর্তী বিমানবন্দরে।

- Advertisement -islamibank

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রানওয়ে ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি এড়াতে শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এতে ফ্লাইট বাতিলের পাশাপাশি উড্ডয়নেও বিলম্ব হচ্ছে। তবে দ্বিতীয় রানওয়ে দিয়ে যতটুকু সম্ভব কার্যক্রম চালানো হচ্ছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM