খাগড়াছড়িতে বিদ্যালয় মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন

0

খাগড়াছড়ি সদরের টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ভবন নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন  করেছে স্থানীয়রা।

সোমবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের খেলার মাঠের সামনে এ মানববন্ধন করা হয়।

বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার ও স্কুল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,  স্কুলের ম্যানজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ।

বক্তারা  বলন, বিদ্যালয়ের সামনের খেলার মাঠটি দীর্ঘদিন ধর স্কুলের দখলেই ছিল। এখন ভূমিদস্যুরা মাঠটি দখল করে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

শীঘ্রই স্কুলের মাঠটি দখলমুক্ত করা না হলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি দেন তারা।

জয়নিউজ/জাফর/পিডি

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM