রিফাত হত্যা: ২ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার

0

বরগুনায় আলোচিত রিফাত শরীফ (২৫) হত্যা মামলার সব আসামিকে দু’দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন।

শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন তার কার্যালয়ে বসে সাংবাদিকদের একথা বলেন।

এসপি বলেন, আমরা বসে নেই, আমাদের কাজ চলছে। জালের ফাঁস ছোট হয়ে আসছে, আইনে ফাঁক গলে কেউ বাঁচতে পারবেনা। আসামিদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হয়তো আর দু’দিন সময় লাগতে পারে মামলার সব আসামিদের আইনের আওতায় আনতে। আমি আবারও বলছি, আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাদের শুক্রবার (২৮ জুন) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM