ইভটিজিংয়ের অভিযোগে আলভিরাজের ১৪ কর্মচারী আটক

উইমেন ইউনিভার্সিটির ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে নগরের আলভিরাজ সেলুনের ১৪ কর্মচারীকে আটক করেছে চকবাজার থানা পুলিশ।

- Advertisement -

শুক্রবার (২৮ জুন) মধ্যরাতে নগরের এম এম আলী রোডের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, এম এম আলী রোডে অবস্থিত একটি ভবনে নগরের অভিজাত আলভিরাজ প্রতিষ্ঠানটির কিছুকর্মী থাকেন। এর কিছু দূরেই এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেল। সেলুনের কর্মচারীরা বিভিন্ন সময় তাদের ভবন থেকে হোস্টেলের ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্যক্ত করতো বলে বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা পরিচালক পুলিশকে জানান। তার মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জয়নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিচালক ছাত্রীদের উত্যক্ত করা হচ্ছিল বলে জানিয়েছিলেন।

- Advertisement -islamibank

তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM