খালেদার মুক্তি দাবিতে অনশনের কর্মসূচি বিএনপির

0

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৮ সেপ্টেম্বর মহানগর ও জেলায় একঘণ্টার  মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন হবে বলে বুধবার (৫ সেপ্টেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

রিজভী বলেন, ‘আজ দেশের সর্বত্র কোটি কোটি মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তিই হচ্ছে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা। তার মুক্তির দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১টা থেকে ১২টায় এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি পালিত হবে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা প্রতীক অনশন হবে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে।

প্রসঙ্গত, গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজায় খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

জয়নিউজ/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM