অলির নতুন জোটকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কর্নেল অলি সাহেব একটি জোট গঠন করেছেন। উনার এই জোট গঠনকে অভিনন্দন জানাই।

শুক্রবার (২৮ জুন) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তার নতুন জোট গঠনের মাধ্যমে বুঝা গেল ঐক্যফ্রন্টের মধ্যে কোনো ঐক্য নাই। তবে অলি সাহেব এখন কোথায় আছেন, সেটি বড় প্রশ্ন। তিনি কী জোটের নেতা হিসেবে আছেন, নাকি ২০ দলীয় জোটের নেতা হিসেবে আছেন, নাকি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

জয়নিউজ/পিপিএন/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM