লিগামেন্ট ছিঁড়েছে রামপালের

0

লিগামেন্ট ছিঁড়ে গেছে বলিউড তারকা অর্জুন রামপালের। শনিবার এক দুর্ঘটনায় আহত হন এ শক্তিমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা।

ভিডিওটি পোস্টের পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অর্জুনের ভক্তরা। তবে দুশ্চিন্তা রয়েছে আরও কিছু ব্যাপারে।

তা হল আর মাত্র চার দিন পর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ‘পল্টন’।

বর্তমানে ছবিটির প্রচারে বিভিন্ন স্থানে ঘুরছেন তিনি। আর ঠিক এ সময় ঘটল দুর্ঘটনাটি।

১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘পল্টন’ ছবির চিত্রনাট্য।

ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকি শ্রফকে।

জয়নিউজ/জেডএইচ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM