ফ্রান্সে মসজিদে হামলা, ইমাম আহত

ফ্রান্সের পশ্চিম শহর ব্রেস্টের একটি মসজিদে ঢুকে আকস্মিক হামলা চালিয়েছে অজ্ঞাত এক সন্ত্রাসী। এ সময় মসজিদে অবস্থানরত ইমামসহ কমপক্ষে ৩ জন হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে বন্দুকবাজদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে হামলায় দায় এখনো কেউ স্বীকার করেনি এবং এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ জুন) পশ্চিমের শহর ব্রেস্টের একটি মসজিদ থেকে মুসুল্লিরা আসরের নামাজের পর বের হওয়ার সময় এই হামলা হয়।

- Advertisement -google news follower

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলার পরই তিনি দেশের ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলার পর একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালে সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

- Advertisement -islamibank

পুলিশের একটি সূত্রের দাবি, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তবে, তার নাম-ধাম মিডিয়াকে জানানো হয়নি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM