টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই এলাকার আবু বক্করের ছেলে হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বড় চালান জালিয়া পাড়া এলাকার একটি বাড়িতে মজুদ রাখার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় আবু বক্কর দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে বাড়ির ভেতর লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/জেডএইচ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM