রিফাতের দাফন সম্পন্ন

0

বরগুনায় প্রকাশ্য দিবালোকে হত্যার শিকার শাহনেওয়াজ ওরফে রিফাত শরিফের (২৫) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গ থেকে দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে রিফাতের মরদেহ তার বরগুনার বাড়ির উদ্দেশে রওনা দেয়। বিকেল ৩টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের উত্তর বড়লবনগোলা গ্রামের বাড়িতে পৌঁছায় রিফাতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এসময় শেষবারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করে হাজারো মানুষ।

প্রসঙ্গত, বুধবার (২৬ জুন) প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের কাছে রিফাতকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন: 
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM