ছাত্রলীগ নেতা সুভাষের ওপর হামলার ঘটনায় মামলা

0

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন।

বুধবার (২৬ জুন) রাতে আহত সুভাষ মল্লিক ৩১ জনের নাম উল্লেখ করে এ মামলা করে এ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জয়নিউজকে বলেন, সুভাষ মল্লিকের উপর হামলার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাস গেইটে সুভাষ মল্লিকের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১২ জন সশস্ত্র যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরপরই চকবাজার এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা দেবপাহাড় মোড় ও চকবাজার এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।

জয়নিউজ/পিডি

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM