মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু

0

আফ্রিকার দেশ মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বুধবার (২৬ জুন) দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে সামরিক কুচকাওয়াজ শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৭৫ জন আহত হয়েছে।

তবে কি কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা।

সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও কনসার্ট দেখার জন্য হাজার হাজার লোক স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিল।

তবে বিবিসি জানিয়েছে, কুচকাওয়াজের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখলে এ ঘটনা ঘটে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM