স্বপ্ন দেখে কুকুর-বিড়ালও!

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না, এমন মানুষ নেই। মনোবিদরা বলেন, আমাদের অবচেতনের ভাবনাচিন্তা, ভয়-ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন। কিন্তু শুধু মানুষ নয়, স্বপ্ন দেখে বিড়াল-কুকুরও। সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদন মার্কিন বিজ্ঞানী। কিন্তু কিসের স্বপ্ন দেখে তারা!

- Advertisement -

দীর্ঘ গবেষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একদল বিজ্ঞানী দাবি করেছেন, কুকুর কখনোই স্বপ্রজাতিকে নিয়ে স্বপ্ন দেখে না। তারা ঘুমের মধ্যে তাদের অভিভাবককে নিয়েই স্বপ্ন দেখে।

- Advertisement -google news follower

যে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বেড়ে ওঠা- তাদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত নিয়েই স্বপ্ন দেখে কুকুর। অন্যদিকে বিড়ালের স্বপ্নের মধ্যে মৃত্যুভয় কাজ করতে থাকে। কখনও কখনও বিড়াল শিকারেরও স্বপ্ন দেখে।

মার্কিন গবেষক ব্যারেট ও তাঁর দলের গবেষকদের এই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। যাদের বাড়িতে পোষ্য হিসেবে এক বা একাধিক কুকুর-বিড়াল রয়েছে, তাদের অনেকেই ব্যারেটের এই ব্যাখ্যায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে এ বিষয়ে গবেষণা শুরু হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM