ইতিহাস গড়ল আবাহনী

0

এএফসি কাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়ল বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আবাহনী লিমিটেড।

বুধবার (২৬ জুন) ভারতের গুয়াহাটিতে আবাহনী ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক মিনারভা পাঞ্জাবকে।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে আকাশি-হলুদরা। আবাহনীর জয়সূচক গোলটি করেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসি সাইঘানি।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জীবনের কর্নার থেকে বেলফোর্টের মাথা হয়ে মাসির সামনে এলে তিনি ভুল করেননি। দুর্দান্ত হেডে কাঁপিয়ে দেন ভারতীয় ক্লাবের জাল।

গ্রুপের অন্য ম্যাচে ভারতের চেন্নাইন এফসি ৩-২ গোলে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়েছে। আবাহনী জিততে না পারলে চেন্নাইন উঠতো পরের রাউন্ডে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM