বিলাইছড়িতে মাদক পাচারবিরোধী আলোচনা সভা

বিলাইছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

উপজেলা কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতিয়ার হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মার্মা ও সাংবাদিক পুষ্পমোহন চাকমা।

- Advertisement -islamibank

সভায় বক্তারা বলেন, দেশকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিতে মাদককে প্রতিরোধ করতে হবে। যুব সমাজকে মাদকের কবল হতে বেড়িয়ে আসতে হবে। বক্তারা মাদকের উৎপাদন, অবৈধ পাচার তথা বিপণন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করতে সকল স্তরের লোককে সহায়তা করার আহ্বান জানান।

জয়নিউজ/অসীম/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM