বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ

0

খাগড়াছড়িতে নয় উপজেলায় বিদ্যুৎবিহীন মাধ্যমিক বিদ্যালয়ে এটুআই-এর সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, জননেত্রী বাংলাদেশকে ডিজিটাল করার লক্ষে কাজ করে যাচ্ছে। যার ফলে যে স্কুলগুলোতে বিদ্যুৎ নেই, সেগুলোতে বিদ্যুৎ বিহীন মাল্টিমিডিয়া বিতরণ করছে। যাতে করে শিক্ষার মান আরো বৃদ্ধি পায়। বিদ্যুৎ বিহীন এলাকা ছাত্র-ছাত্রীরা দেশের সকলের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা টিটন ক্ষিসাসহ নয় উপজেলার বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

জয়নিউজ/জাফর/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM