খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

0

খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা এলাকায় বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পণ্যবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতনের ভেতরে আটকে যায়।

গাড়ি চালক মো. সাহাব উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে পণ্য নিয়ে যাওয়ার পথে ব্রিজের উপর গাড়ি আটকা পড়ে।

সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা জানান, গাড়িটি যাওয়ার সময় আমি ড্রাইভারকে নিষেধ করেছি। সে আমার কথা না শুনে জোর করে ব্রিজের উপর উঠে যায়। পরে ব্রিজের ট্রানজাম ভেঙ্গে পাটাতনে গাড়িটি আটকে যায়।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আশির দশকে তৈরি এই ব্রিজ অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ব্রিজের উপর পাঁচ টনের অধিক পণ্য নিয়ে না উঠার নির্দেশনা থাকলেও ট্রাকের ড্রইভার ১৩ টন পণ্য নিয়ে ব্রিজের উপর উঠেছে। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, দুর্ঘটনা এড়াতে সহযোগিতা করার জন্য প্রশাসনকে একাধিকবার চিঠি দেওয়ার পরও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আমাদের নতুন ব্রিজের কাজ শেষ হতে আরো এক মাসের বেশি সময় লাগবে। বাকি সময়টুকু প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

জয়নিউজ/জাফর/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM