চবি শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

0

চবি করেসপন্ডেন্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় ৫৭ ধারায় মামলা দায়ের করেছে এক ছাত্রলীগ নেতা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ এ মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় এ মামলা দায়ের করা হয়।

মামলায় বলা হয়, ১৩ জুলাই ২০১৮ চবি সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘কটূক্তি’ করেছেন।

“তিনি জনগণের সামনে চরম ঔদ্ধত্যতার সাথে হেয় প্রতিপন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘হাসি না’ লিখে স্ট্যাটাস দিয়েছেন।”

এছাড়াও তিনি , অতঃপর তোমরা আম্মাজানের কোন কোন নেয়ামত অস্বীকার করতে পারবে’ লিখে স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

মামলায় মাইদুল ইসলামকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবি করা হয়।

সোমবার অভিযোগ পেয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর মামলা হিসেবে নথিভূক্ত করেছেন বলে জয়নিউজবিডিকে  নিশ্চিত করেছেন।

এনএআর/ বিপি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM