বাকলিয়ায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0

বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ মো. আব্দুস সোবহান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোবহান বাকলিয়ার তক্তারপুলের মো. নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোবহানকে আটক করে দেহ তল্লাশি করলে তার প্যান্টের পিছনে বিশেষভাবে গোজানো অবস্থায় একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশীয় এলজি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে সে বাকলিয়াসহ নগরের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করত এবং তার নামে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায়। বাকলিয়া থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/রুবেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM