আবদুল আলী হাটের দুর্দশা

0

নগরের উত্তর পাহাড়তলীর জোলাপাড়া আবদুল আলীহাট সংলগ্ন ছড়াটি দখল করে তৈরি করা হয়েছে স্থায়ী দোকান। এছাড়া আশেপাশে অনেক স্থাপনা তৈরি করে দিনকেদিন সংকুচিত করা হচ্ছে ছড়াটিকে।

অন্যদিকে ওই হাটের নালাটিও নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে পানি নিঃষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় পুরো এলাকা। মঙ্গলবার (২৫ জুন) সকালে ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM