সৌদিতে সহকর্মীর গুলিতে ৩ সেনা নিহত

0

সৌদি আরবে এক সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছেন।

সোমবার (২৫ জুন) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।

সৌদির জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। দরিদ্র প্রতিবেশী মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনো সেনা এই হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারেন বলে কেউ কেউ মনে করছেন।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM