অপরাধ নির্মূলে পুরস্কার পেল পাঁচলাইশ থানা

0

অসংখ্য অপরাধমূলক ঘটনা নির্মূল করে অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। আর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনারের কাছ থেকে এক লাখ টাকা পুরস্কার জিতেছেন তারা।

রোববার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে পাঁচলাইশ মডেল থানাকে নগদ এক লাখ টাকা পুরস্কার প্রদান করেন নগর পুলিশ কমিশনার মো মাহাবুবর রহমান।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জয়নিউজকে বলেন, আমরা অপরাধ নিয়ন্ত্রণে এবং আসামি গ্রেপ্তারে জিরো টলারেন্স নিয়ে কাজ করেছি। পাঁচলাইশ থানার পুরো টিম সার্বক্ষণিক সক্রিয় থেকে যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ কমিশনারের পুরস্কার পেয়ে নতুন করে অনুপ্রেরণায় উজ্জীবিত পাঁচলাইশ থানার পুরো টিম আগামীতে আরো দায়িত্বশীল হতে বদ্ধপরিকর থাকবে।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM