চমেক হাসপাতাল থেকে ভুয়া এনএসআই সদস্য আটক

0

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ব্যবহার করা আব্দুল মান্নান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

মান্নান ফেনীর ছাগলনাইয়ার দুর্গাপুর এলাকার রবিউল আলমের ছেলে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, সকালে ২৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে মান্নানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে নিজেকে এনএসআইয়ের জুনিয়র ফ্রিল্ড অফিসার হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে সত্যতা যাচাই করে তাকে ভুয়া হিসেবে সনাক্ত করা হয়।

পরে তাকে নগরের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM