ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে মানববন্ধন

0

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজ ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সদস্য মোস্তফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ মহানগর স্কুলছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ন কবির আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক নাছির উদ্দিন কুতুবি, উপ-তথ্য গবেষণা সম্পাদক রায়হানুল কবির শামীম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের জালাল আহমেদ রানা, ইয়াকুব আবেদ, মোক্তার হোসেন রাজু, আবদুল কাদের মুজা, সায়ফুল ইসলাম, হাবিব উল্লাহ, মোজাম্মেল হক সানি, সুলতান চৌধুরী, মো. মিজানুর রহমান, রায়হান উদ্দিন, রাহিম বিন হোসেন, জুলফিকার আলী ভুট্টো, রায়হান রহমান, মহসিন কলেজ ছাত্রলীগের দিদারুল ইসলাম, আকরাম বালী, আরমান চৌধুরী, সাইফুদ্দিন মুন্না, গোলাম হোসেন আরিফ, ইমন, প্রান্ত বড়ুয়া, তানভিরুল ইসলাম, কাজেম আলী কলেজ ছাত্রলীগের জামশেদুল ইসলাম, আবদুল্লাহ আল মারুফ, জোনায়েদ খান, নিলয়, জুয়েল দাশ, রায়হান নূর, রাকিবুল ইসলাম প্রমুখ।

জয়নিউজ/হিমেল/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM