২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

0

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে এই বৈঠক বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

২০ দলীয় জোট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দিতে যাচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হতে পারে। শনিবার (২২ জুন) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব কর্মসূচিতে ২০ দলকে সম্পৃক্ত করা হতে পারে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM