‘কাজের ক্ষেত্রে ব্যর্থতা বলে কিছু নেই’

0

‘কাজের ক্ষেত্রে কেবল প্রতিক্রিয়া বা ফিডব্যাক থাকে, ব্যর্থতা বলে কিছু নেই। তাই হতাশ না হয়ে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যেতে হবে।’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘ম্যানেজিং পিপল ইন চেঞ্জিং ওয়ার্ক এনভায়রনমেন্ট’ শিরোনামে এক কর্মশালায় এসব কথা বলেছেন ড. হিশাম বিন জাকিরিয়া।

তিনি প্রথম সারির এএসিএসবি-এক্রেডিটেড (AACSB-Accredited) বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (ইউইউএম) এর সহযোগী অধ্যাপক। ইডিইউর আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রশাসনে কর্মরতদের কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে সৃজনশীলতা প্রণয়নে দক্ষতা আনতে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM